সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ক্রীয়া সম্পাদক ও আব্দুল লতিফগণ পাঠাগারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হলে চিকিৎসার জন্য বগুড়া নেওয়া সময় পথে তার মৃত্যু হয়।
মৃৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, তালম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক উপজেলা বি,এন,পির সহ-সভাপতি অধ্যাপক আঃ রহিম, ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক, সোলায়মান মাস্টার,তালম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ক্বারী উমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আলামিন কায়সার, হৃদয়ে চলন সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি আব্দুল লতিফ সরকার, সাধারণ সম্পাদক এম এ আজিজ, আব্দুল লতিফ গণপাঠাগারের সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়।