গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামে গত চারদিনের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপন সহোদর দুই ভাই ও এক প্রতিবেশীর মৃত্যুর ঘটনা ঘটেছে । এই ঘটনায় সারা গ্রামে আতঙ্কে বিরাজ করছে এবং সমস্ত মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার জাথালিয়া এলাকার মৃত নওশের আলীর ছেলে মো. শহিদ (৪৫) ও মো. মামুন (৫০) এবং একই গ্রামের তরফ আলির ছেলে বশিরউদ্দিন বছু(৪২)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ জুন) করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে চিগিৎসাধীন অবস্থায় শহিদের মৃত্যু হয়।
এই ঘটনার চারদিন না পেরোতেই গতকাল শনিবার নিহতের বড় ভাই মামুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এবং একই উপসর্গ নিয়ে গতকাল শনিবার বশির উদ্দিন বছু নিজ বাড়িতেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় সারা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ফুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, করোনায় আক্রান্ত তিন ব্যক্তির লাশ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দাফনের কাজ সম্পর্ন করা হয়েছে। জাথালিয়া এলাকার তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় গ্রামের অবস্থা খুবই খারাপের দিকে অতিবাহিত হচ্ছে ।এদিকে তিনি আরো জানান মন্ত্রী মহোদয় ও ইউএনও’র সাথে আলোচনা করা হয়েছে। গ্রামটির সাথে সব ধরনের যোগাযোগ ও চলাচল অন্যান্য গ্রামের সাথে যাতে নাহয় সেইজন্য সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।