রাজশাহীতে পথচারীসহ নগরবাসীকে করোনার পরীক্ষা করানোর জন্যে পাঁচটি পয়েন্টে র্যাপিড অন্টিজেন পরীক্ষা শুরু হয়। যদিও প্রথম দিকে মানুষের পরীক্ষা করানোর আগ্রহ কম ছিল। পরে চাহিদা বেড়ে যাওয়ায় আরো কিছু পয়েন্ট বাড়ানো হয়।
গত বৃহস্প্রতিবার থেকে র্যাপিড অয়ন্টিজেন পরীক্ষা করা বন্ধ হয়েছে। অনেকেরই করোনা পরীক্ষা করানোর জন্যে এসে ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থেকে চলে যায়। একজন চিকিৎসক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,লকডাউন হোক আর যা-ই হোক তবুও মানুষকে করোনা পরীক্ষা করতে দিতে হবে। পরীক্ষা করলে অন্তত বাড়িতে সতর্ক থাকতে পারতেন এবং অন্য সদস্যরাও নিরাপদে থাকতে পারতো। এ কারনে পাড়া-মহল্লায় অয়ন্টিজেন পরীক্ষা চালু রাখতে হবে।
রাজশাহী জেলার সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেন, কিটের ঘাটতি থাকায় রাজশাহী নগরে আপতত র্যাপিড অয়ন্টিজেন পরীক্ষা বন্ধ হয়েছে। তবে জেলার উপজেলা গুলোতে এ কার্যক্রম চলছে। তবে চাহিদা পাঠানো হয়েছে খুব শীঘ্রই কিট পাওয়া যাবে।
রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান এফ এ এম আঞ্জুমান আরা বেগম আরও জানান, তারা নগরের প্রায় ২০ হাজার মানুষ কে পরীক্ষা করেছেন। কিট ফুরিয়ে গেছে বিধায় পরীক্ষা বন্ধ হয়েছে। কিটের জন্য তারা সিভিল সার্জন এর দপ্তরে চিঠি দিয়েছেন।
Subscribe
Login
0 Comments
Oldest