‘আমিই সাধারণ সম্পাদক। আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে, আমি দায়িত্ব চালিয়ে যাব। আমার আইনজীবী আমাকে বলেছেন’, এমনটাই বললেন আলোচিত চিত্রনায়িকা নিপুণ।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে নিপুণ এসব কথা বলেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের সামনের বাগানে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই অভিনেত্রী। তার আগেই সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ।
এর আগেও ১০ ফেব্রুয়ারি অভিনেতা জায়েদ খান অভিযোগ করেছেন, অভিনেত্রী নিপুণ আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন।
তখন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জায়েদ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে দায়িত্বে বসা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আদালত। উনি কি এর মানে জানেন না?’
তবে তখন জায়েদের এ অভিযোগ প্রসঙ্গে সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক বলছেন ভিন্ন কথা। সাইমন বলেন, ‘অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আসলে উচ্চ আদালত জায়েদ খান ভাইয়ের রিটের রায় স্থগিত করেছেন। ফলে নিপুণ আপু সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন।’