ভালোবাসা মিষ্টি, ভালোবাসা মনেলী সন্তুষ্টি, ভালোবাসা হলো তিক্ত-বিষাক্ত, সামগ্রিক দুনিয়ার সার্বিক শক্তির জোড়ালো সমষ্টিই হলো ভালোবাসা।
রকমারি ভালোবাসার বহিঃপ্রকাশ হয় বিশ্ব ভালোবাসা দিবসে।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কিংবা ভালোবাসা দিবস। দিবসটিকে চাঙ্গা করার নিমিত্তে শর্টফিল্ম “ভালো থেকো” যুগোপযোগী শর্টফিল্মটি “রঙ্গিল টিভি” ইউটিউব চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি (সোমবার) মুক্তি পাবে। ভালোবাসার মানুষকে নিয়ে মনোযোগে দেখার মত একটি শর্টফিল্ম এমনটিই প্রত্যাশা কলাকুশলীদের।

সফল ও জননন্দিত নির্মাতা সাজু মেহেদী পরিচালনা করেছেন, নাজিম উদ্দীনের গল্প অবলম্বনে “রঙ্গিল টিভি”র ব্যানারে। এতে অভিনয় করেছেন দক্ষ অভিনয় শিল্পীরা- আহান ইমন, বৃষ্টি আহমেদ, জান্নাতুল ফেরদৌসী রত্না ও হুমায়ুন। যাতে তরুন বলিষ্ঠ চিত্রগ্রাহক সোহান আহমেদের ক্যামেরা নতুন মোড় দিতে দ্বিধাহীন কাজ করেছেন। এডিট ও গ্রাফিক্সের কাজ করেছেন “এসএআর টেক”।
“ভালো থেকো” শর্টফিল্ম সম্পর্কে পরিচালক সাজু মেহেদী মিশন নাইনটি কে বলেন, ‘আমি বরাবরই মান সম্মত কাজ করতে চেষ্টা করি, “ভালো থেকো” শর্টফিল্মটা আমার খুব দরদ দিয়ে করা, এটির কাজ করতে গিয়ে আমার কাছেই ভালো লেগেছে, পরিবার নিয়ে দেখার মতো শর্টফিল্ম টা সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

তরুন সঙ্গীত পরিচালক এ শর্টফিল্মটির চিত্রগ্রাহক ও “এসএআর টেক” এর কর্ণধার সোহান আহমেদ জানান, ‘চমৎকার গল্প নিয়ে একঝাক তরুণ-তরুণীদের অভিনয় শৈল্পিকতায় জনাব সাজু মেহেদী সাহেবের পরিচালনায় “ভালো থেকো” শর্টফিল্ম টি শিক্ষনীয় ও দুষ্ট-মিষ্টতার সমাহার খুব সুন্দর একটি নির্মাণ। সর্বস্তরের সকলকে রঙ্গিল টিভির স্কিনে চোখ রাখার আহ্বান। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সুস্থ সুন্দর বিনোদনের মনোব্রত সমষ্টি “ভালো থেকো”।