বিনোদন

কবে বিয়ে করবেন জানালেন মেহজাবীন

দুই মাস বিরতির পর নাটকে ফিরেছেন মেহজাবীন চৌধুরী। কী করেছেন এই সময়ে? ভালোবাসা দিবসের আগে প্রেম-বিয়ে ছাড়াও সমসাময়িক নানা প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মাহতাব হোসেন

গত বছর নভেম্বরে জানিয়েছিলেন, দুই মাস কোনো নাটকে অভিনয় করবেন না। মেহজাবীন চৌধুরীর এই সিদ্ধান্তে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেকে। ভিকি জাহেদের ‘পুনর্জন্ম ২’ দিয়ে রীতিমতো আলোড়ন তুলেছিলেন অভিনেত্রী।

Mission 90
এই সময়ের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন

চাহিদার এমন ভরা জোয়ারের সময় হঠাৎ ভাটার টান তৈরি করলেন কেন? তিনি কি কোনো কারণে বিরতি নিয়েছেন বা বিশ্রামে চলে গিয়েছিলেন? ব্যাপারটা খোলাসা করলেন মেহজাবীন, ‘আমি যে শুধু নাটকেই অভিনয় করি তা তো নয়, বিজ্ঞাপনচিত্রও করি।

এ ছাড়া আমি দুটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও। এই দুই মাস নাটক থেকে বিরতি নিয়ে আমি বিজ্ঞাপনচিত্র করেছি। ’

Mission 90
অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মেহজাবীন, ফিরছেন ভালোবাসা দিবসের কাজ দিয়ে

মুঠোফোন কম্পানি টেকনো মোবাইলের শুভেচ্ছাদূত তিনি। একটি মোবাইল কম্পানির নতুন মডেলের ফোনের বিজ্ঞাপন করেছেন। ‘এলজি’র শুভেচ্ছাদূতের দায়িত্বও পালন করছেন তিনি। বিজ্ঞাপন করেছেন এই প্রতিষ্ঠানের পাঁচটি পণ্যের। মেহজাবীনের ভাষ্য, ‘বিজ্ঞাপনের কাজ করতে হয় নিখুঁতভাবে। অনেক সময় দিতে হয় এখানে, এটা অনেকে হয়তো হিসাবেই আনতে চান না। ’

Mission 90
সম্পর্ক নিয়ে কথা বলতে চান না মেহজাবীন

অবশ্য আরেকটা তথ্য চাউর হয়েছিল, আশফাক নিপুণের নির্মাণে হইচই-এর ওয়েব সিরিজ ‘সাবরিনা’র নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন মেহজাবীন। একই পরিবারের ৯ সদস্যের ট্রেনের নিচে আত্মাহুতি দেওয়ার ঘটনা নিয়ে ভিকি জাহেদ নির্মাণ করছেন ওয়েব কনটেন্ট ‘আদম’, এটি ছাড়াও ভিকি আরেকটি ওয়েব ছবি করছেন। অনেকেই ধারণা করছেন দুই মাস বিরতির সময়ে ওয়েবের এই তিনটি কাজ করেছেন মেহজাবীন।

Mission 90
এ বছর বেশ কয়েকটি বৈচিত্রপূর্ণ কনটেন্টে দেখা যাবে অভিনেত্রীকে

এই প্রসঙ্গ তুলতেই মুখে কুলুপ আঁটলেন ‘বড় ছেলে’র প্রেমিকা। জানালেন, এই বিষয় নিয়ে তিনি একদমই কথা বলবেন না। রহস্য জিইয়ে রেখে বলেন, ‘ফেব্রুয়ারির ১০ তারিখের পর অনেক কাজের খবর জানাতে পারব। একটু ধৈর্য ধরুন। ’

তবে ১০ ফেব্রুয়ারির আগেই জানা গেল ভিকির ‘রেড রাম’-এর খবর। চরকিতে এ মাসেই মুক্তি পাবে ওয়েব ছবিটি।

Mission 90
ভালোবাসা দিবসের দুই নাটকে দেখা যাবে মেহজাবীনকে

দুই মাসের গল্প, কিন্তু এখনই শেষ হচ্ছে না। দুই মাস বিরতির পর নাটকে তিনি ফিরবেন ভালোবাসা দিবসের নাটক দিয়ে। ফেব্রুয়ারি তো শুরু হয়ে গেল, ভালোবাসা দিবসেরও বাকি নেই বেশিদিন। কতটি নাটক করলেন?

মেহজাবীন এবার ফের খোলামেলা। জানালেন, ভালোবাসা দিবসের মাত্র দুটো নাটক কাজ করেছেন। একটি মাহমুদুর রহমান হিমির ‘পার্থক্য’, এখানে তাঁর সহশিল্পী তৌসিফ মাহবুব। অন্যটি মুহম্মদ মোস্তফা কামাল রাজের, নাম এখনো ঠিক হয়নি। এখানে তাঁর সহশিল্পী তারিক আনাম খান। এটি কি অসম প্রেমের গল্প? ‘এটা একটা সম্পর্কের গল্প। কী ধরনের সম্পর্ক সেটা এখনই বলব না। নাটক দেখার মজা হারিয়ে ফেলবে দর্শক’, বলেন মেহজাবীন।

Mission 90
ভিকি জাহিদের ‌’রেড রাম’-এ অভিনয় করেছেন তিনি

পর্দার সম্পর্কের মতো বাস্তবের সম্পর্ক নিয়ে কথা বলতেও তাঁর আপত্তি।

এই তো কয়েক দিন আগেই কক্সবাজারে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন নির্মাতা আদনান আল রাজীব। সেটা নিয়ে কি কম হইচই হয়েছে? অনেকে ধরেই নিয়েছেন, এই জুটি বিয়ে করে ফেলেছেন।

কেউ কেউ বলছেন, না এখনো সম্পর্কটা প্রেমের পর্যায়েই রয়েছে। এর আগেও অবশ্য একসঙ্গে দুজনকে শপিং মলে হাত ধরে হাঁটতে দেখা গেছে। মিডিয়া অবশ্য দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দিলেও মেহজাবীন এর দায় নিতে ইচ্ছুক নন, ‘যিনি ছবিটি প্রকাশ করেছেন তিনিই ভালো বলতে পারবেন। ’

Mission 90
মেহজাবীন চৌধুরী

সম্পর্ক রয়েছে কি নেই, এ নিয়ে বলতে রাজি না হলেও বিয়ের বিষয়ে একটা কথা স্পষ্ট করলেন, ‘বিয়েটা দুই-তিন বছরের মধ্যেই করে ফেলব। এর আগে মনোযোগটা অভিনয়েই রাখতে চাই। ’

দুই মাসের বিরতিতে প্রচুর বিদেশি ওয়েব সিরিজ ও চলচ্চিত্র দেখেছেন মেহজাবীন। শুধু বিনোদিতই হননি, রস আস্বাদনই করেননি, করেছেন শেখার চেষ্টা। মেহজাবীন বলেন, ‘আমি আসলে দেশের নাম দেখে সিনেমা দেখি না, জনরা দেখে সিনেমা দেখি। আমার পছন্দ থ্রিলার। ’

শুধু অভিনয় নিয়েই আছেন মেহজাবীন তা নয়, নাচ তাঁর অত্যন্ত পছন্দের একটা বিষয়। অভিনয়ের পাশাপাশি মঞ্চে পারফরম করে যেতে চান নিয়মিত।

Mission 90
কিছুদিন আগেই এক নির্মাতার সঙ্গে তাঁর প্রেমর গুঞ্জন চাউর হয়

আলাপের একেবারে শেষে এসে ফিরে গেলেন কক্সবাজার প্রসঙ্গে। কক্সবাজারে তিনি আদনান আল রাজীবের সঙ্গে গেছেন, এমন কথা প্রচারিত হলেও অভিনেত্রীর দাবি, ‘গত তিন মাসে তিনবার কক্সবাজারে গেছি। একবার পারিবারিকভাবে, আরেকবার এক বন্ধুর বিয়েতে, আর শেষবার গেছি নাচের অনুষ্ঠানে অংশ নিতে। ’

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker