জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুর্শেদা জামান করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণে গতকাল শুক্রবার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোখলেছুর রহমান নেতৃত্বে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ পুরো শহরের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট বিকাল ৫ টা ও সমস্ত খাবারের দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ রাখার নিশ্চিতকরণে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এছাড়াও সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম কর্তৃক কম্পপুর, হাটচন্দ্রা মিয়া বাড়ি বাজার, তীর্থ সত্যপীর বাজার, রশিদপুর বাজার, ভাবকী বাজার, মালঞ্চ বাজার, বেতমারী, নলেরচর বাজার, কথাকলি মার্কেট, আশেক মাহমুদ কলেজ, ফৌজদারি মোড়, শফিমিয়ার বাজার, গেইট পাড়, বিসিক শিল্প এলাকা সহ শহরের বিভিন্ন মূল পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি মামলায় ১৫,৬০০/- টাকা জরিমানা আদায় করা সহ অভিযান চালানো হয়।