গাজীেুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসষ্টেশন এলাকায় স্কাউট একাডেমীর সামনে ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা
হলেন, অটো রিক্সা চালাক নবাব আলী (৪৫) আরেকজন হলেন
হাইড্রঅক্সসাইড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক
জয়নাল আবেদিন (৪৫)। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত
হয়েছেন। আহতদের উদ্ধার করে দুইজনকে স্থানীয় পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি
করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ।
প্রত্যেক্ষদ্শী ও পুলিশ সূত্র জানান, শুক্রবার (২ই জিলাই) রাত সারে আটটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-০৬-৪৯) দ্রুতগতিতে গাজীপুরের দিকে যাওয়ার সময় মৌচাক বাসষ্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি অটো রিক্সাকে চাপা দেয়। এসময় কাভার্ড ভ্যানের পিছনে থাকা আরেকটি ট্রাক ষ্টেশনে দাঁড়িয়ে থাকা কমপক্ষে ১৫ শ্রমিককে চাপা দেয়। তবে কাভার্ড ভ্যানটি পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ আটক করেন। এসময় ট্রাকের চালক পালিয়ে যায়।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক
জানান, সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ঢাকার
হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহত দুইজনের লাশ
উদ্ধার করা হয়েছে। নিহতের কেউ মামলা করলে নিহতের লাশ গাজীপুর
শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা
হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.