সোশ্যাল মিডিয়ার এক আলোচিত নাম আশরাফুল আলম সাঈদ, ওরফে হিরো আলম। যিনি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ছেড়ে বাংলাদেশের চলচ্চিত্রেও নিজের অবস্থানের জানান দিয়েছেন। এরইমধ্যে ৫টি সিনেমায় অভিনয়ের পাশাপাশি করেছেন সিনেমার প্রযোজনাও।
সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে গিয়ে একাধিকবার লাঞ্চিত হয়েছিলেন তিনি। আর সেই কষ্টে সিনেমা ছাড়ার ঘোষণা দেন। যদিও ঘোষণা দেওয়ার দুইদিন পরই নিজের মত পাল্টে ফেলেন হিরো আলম। তখন জানিয়েছিলেন জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড নিপুণকে জয়ী ঘোষণা করায় ফের দেশে সিনেমা বানাবেন।
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়ার পরদিনই ক্ষমতা হারিয়েছেন নায়িকা নিপুণ। এই নায়িকাকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জায়েদ খানই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন।
আরো পড়ুন: শিল্পী নই, শখে গান গাই: হিরো আলম
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলছেন, তাহলে কি হিরো আলম ফের সিনেমা না বানানোর সিদ্ধান্তেই ফিরে যাবেন?
এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই ব্যক্তির কাছে। তিনি নজর২৪কে বলেন, ‘অবশ্যই আমি সিনেমা বানাবো। আজ যারা আমাকে ধিক্কার জানায়, তারাও একদিন আমার পেছনে যেন ঘুরে সেটা কাজের মাধ্যমেই দেখিয়ে দিতে চাই।’
হিরো আলম বলেন, ‘বড় বড় হিরো-হিরোইনসহ দেশের মানুষ আমাকে অনুরোধ করেছেন- আপনি নিজের যোগ্যতায় এতদূর এসেছেন আপনাকে তো কেউ এই স্থানে আনেনি। তাহলে মানুষের কথা শুনে কেন আপনি দূরে চলে যাবেন। এরপর বিষয়টি আমি ভেবে দেখলাম তারা সত্যি কথাই বলেছেন।’
তিনি বলেন, ‘সাধারণ জনগণ আমাকে গ্রহণ করছে, তারা আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। মিডিয়ার কে কি বলল সেটা দেখার বিষয় না। আমি জনগণের হিরো।’
ডিস ব্যবসায়ী থেকে আলোচনায় আসা আলম বলেন, ‘মিডিয়ার কিছু ব্যক্তি আছে যারা আমাকে দেখতে পারে না, তারাই আমাকে নিয়ে ফেসবুকে খারাপ মন্তব্য করে। এছাড়া জায়েদ খানের কিছু লোকজন আমাকে গালিগালাজ করে।’