কালিয়াকৈরের বহুল আলোচিত আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামী কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক সেলিম মাষ্টার কে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করে র্যাব-১ সদস্যরা।
আটককৃত সেলিম মাষ্টার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মাজুখান বাজার এলাকায় ঘটিত চাঞ্চল্যকর মানান হত্যা মামলার মূল আসামী। রোববার রাতে র্যাব-১ সদস্যরা ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকা থেকে তাকে আটক করেন। চাঞ্চল্যকর হত্যা মামলায় আটককৃত ব্যক্তি হলেন মাঝুখান গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে সেলিম হোসেন (৩৫)।
র্যাব-১ সদস্যরা জানান, সে গত ৮ জানুয়ারী দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশি কৃষক আব্দুল মান্নার ওরফে মুন্নাফকে হামারি দিয়ে পিটিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে মো: ফারুক হোসনে বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন থেকেই মামলার প্রধান আসামি সেলিম হোসেন আত্নগোপনে চলে যায়। রোববার রাতে র্যাব-১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকার একটি বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বিকেলের দিকে কালিয়াকৈর থানায় সেলিম হোসেনকে সোর্পদ করেন।
গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মজর এ এস এম মাঈদুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মান্নান ওরফে মুন্নাফ হত্যা মামলার আসামী সেলিম হোসেনকে আটক করে কালিয়াকৈর থানায় সোর্পদ করা হয়েছে।