গত বছর আগে সরকারি বনের জমিতে অবৈধভাবে গড়ে খাদেম মার্কেট সহ আসে পাশের দোকান গড়ে উঠে সেটা কে পূঁজি করে এক দম ভূমি দস্যু দোকানের ভাড়া নিয়ে দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটলে একজন গুলিবৃদ্ধ ও আরো দুইজন মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে নরেচরে বসে বন বিভাগের কর্মকর্তারা এদিকে নানা জল্পনা কল্পনা শেষে খাদেম মার্কেট উচ্ছেদ অভিযান চালিয়ে দখল মুক্ত করা হয় প্রায় কোটি কোটি টাকা মূল্যের বনের জমি। পরে সেখানে লাগানো হয় গাছের চারা। এই উচ্ছেদ এর ঘটনা বছর না পেরুতেই ফের দখলের হিড়িক পরেছে খাদেম মার্কেট এলাকায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার পূর্ব চান্দরা বোডমিল বাজার এলাকায় কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ আওতাধীন খাদেম মার্কেটের সামনে ও আসে পাশের উচ্ছেদ করে লাগানো গাছের চারা উপরে ফেলে বসানো হয়েছে ছোট ছোট দোকান। বার বার বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবগত করলেও নেয়নি কোন আইনি ব্যবস্থা এদিকে খাদেম মার্কেটের সামনে এনামুল ইসলাম নামের ব্যবসায়ী প্রায় দুই শতাংশ জায়গা ইট বালু সিমেন্ট দিয়ে ঢালাই পাকা করা হয়েছে। নাসির উদ্দিন নামের এক ব্যক্তি পাকা করে বসিয়েছে মাংসের দোকান, সহ গড়ে উঠেছে শতাধিক দোকান।
এ বিষয়ে বন বিভাগের কালিয়াকৈরে চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম দোলন জানান দখলের বিষয়টি আমার জানা নেই তবে যদি বনের জায়গায় যদি পাকা করে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে বিট কর্মকর্তা খোঁজ খবর নেয়ার জন্য পাঠাবো।