বিনোদন
Mission 90 News Send an email ফেব্রুয়ারি ৫, ২০২২সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ৫, ২০২২
গৃহকর্মী অপূর্ব, গৃহকর্ত্রী সাবিলা!
০ ১,৪২৬ ১ মিনিটে পড়ুন
চরিত্রের প্রয়োজনে কিংবা দর্শকমন জয় করতে কতো কিছুই না করতে হয় তারকাদের। তেমনই অবস্থা তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। এবার তাকে পাওয়া যাবে কেয়ারটেকার তথা গৃহকর্মীর চরিত্রে। আর তিনি এই কাজটি করছেন সাবিলা নূরের বাসায়!
এমনই এক গল্প নিয়ে রুবেল হাসান নির্মাণ করলেন নাটক ‘স্পাই লাভ’। সিএমভি প্রযোজিত এই নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন।
সদ্য নির্মিত এই নাটকে দেখা যাবে, বড় ভাইয়ের হবু বৌয়ের গতিবিধি লক্ষ্য করার জন্য কেয়ারটেকারের চাকরি নেন ছোট ভাই রাজীব তথা অপূর্ব। সেখানে গিয়ে প্রেমে পড়েন ঐ বাসার ছোট মেয়ে বুবলীর। কিন্তু জটিলতা বাধে, কেয়ারটেকার অপূর্বর কাজ নিয়ে। যাকে একই সঙ্গে বাসার সব কাজ করতে হয়। অথচ তিনি এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। পড়াশুনা করছেন বায়োক্যামেস্ট্রি নিয়ে।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গল্পটা প্রেম ও ডেডিকেশনের। যেখানে দেখা যাবে পরিবার ও প্রেমের জন্য একজন মানুষ কতো কী করছে। কেয়ারটেকার চরিত্রে অপূর্ব ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছেন। বাকিটা দর্শকরাই বিচার করবেন।’
প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘স্পাই লাভ’ শিগগিরই মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
সম্পর্কিত সংবাদ
- ‘অসমের কণ্ঠস্বর’ জুবিন গার্গ আর নেইসেপ্টেম্বর ১৯, ২০২৫
- সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেনসেপ্টেম্বর ১৪, ২০২৫