ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ২৪ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত ও স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী হলো নারায়নগঞ্জ মাদক সম্রাট অয়ন (২০), অনন্ত (১৯)
আজ বৃস্পতিবার ৩০/৬/২০২১ইং তারিখে বিকালে রেলীর মোড় থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
জানা যায়, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের নির্দেশে শহর থেকে মাদক মুক্ত করতে, এসআই মিনহাজ ও এসআই নিরুপম নাগ, শুভ্র সাহা মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ব্রীজ মোড়ে মাদক ক্রয় বিক্রয় চলছে। এমন সংবাদের ভিত্তিতে ব্রীজ মোড়ে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক, ছিনতাই বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই শহর থেকে মাদক ও ছিনতাই মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর। আমার বিশেষ অভিযান চলছে ও চলবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।