কালিয়াকৈর থানায় গত এক মাসে ৭৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসময় কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
গাজীপুরের কালিয়াকৈরে থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি কালিয়াকৈর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন আকবর আলী খান। যোগদানের পরপরই মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।
ওসির নেতৃত্বে গত এক মাসে কয়েকটি ধাপে মোট ৭৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
এর মধ্যে উল্লেখযোগ্য মৌচাক এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ীসহ ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এছাড়াও র্যাব ও ডিবি পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আরও ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবা, গাজা ও চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন, মাদক ও মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোস নেই। পুলিশ সুপারের নির্দেশে যারা মাদক ব্যবসায়ী আমি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কালিয়াকৈর থানা মাদক মুক্ত রাখতে আমি অঙ্গিকারবদ্ধ। এছাড়াও এলাকাবাসীকে মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, যেকোন ধরনের অপরাধ প্রতিরোধে থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।