গাজীপুরেরর কালিয়াকৈরে বিধিনিষেধ মেনেই
চলছে কঠোর লকডাউন। সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনেই বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়ক গুলিতে কোন প্রকার যানবাহন চোখে পরেনি এদিকে শুধু কলকারখানার শ্রমিক কর্মচারী ছারা কাওকে দেখা যায়নি। এদিকো মাঝে মাঝে দু একাটা ব্যাটারী চালিত অটোরিকশা চলতে দেখা গেছে মহা সড়কে চন্দ্রা ত্রিমোর, সফিপুর, পল্লীবিদুৎ, মৌচাক এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়নের চেষ্টায় কঠোর অবস্থানে রয়েছে গাজীপুর হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ট্রাফিক পুলিশ
প্রশাসন।
বিভিন্ন জায়গায় চেক করে পোস্ট বসিয়ে পুলিশ কঠোর তৎপরতা
চালাচ্ছে। বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার দিন দিন যেভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে এতে করে মহামারী পরিস্থিতি আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সরকার। এই লকডাউন বাস্তবায়নে সকল প্রকার প্রস্তুতি নিয়েছে সরকার এর পাশাপাশি যদি কড়াকড়ি লকডাউনে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে শাটডাউনের প্রস্তুত নিয়েছে সরকার।
তবে বিভিন্ন পাড়া মহল্লার চিত্র ভিন্ন। এদিকে ঔষধ, ও কাঁচা বাজার নিত্ত প্রয়োজনীয় দোকান পাট খোলা থাকের কথা থাকলেও মানছে জনগণ। কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করেই খোলা রয়েছে দোকান পাট। এদিকে পুলিশ প্রকাশনের পাশাপাশি মহা সড়ক গুলিতে সেনাবাহিনীদের টহলে দিতে দেখা গেছে।
কোনাবাড়ি সালনা হাইওয়ে থানার ইনচার্জ মীর গোলাম ফারুক জানান কঠো লকডাউন বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি ।
দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। আইন অমান্য করে যানবাহন চলাচল করলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চলমান লকডাউন বাস্তবায়নে মহাসড়কে কোনভাবেই যানবাহন চলতে দেয়া হবেনা।