ভারতীয় জনপ্রিয় অভিনয়শিল্পী শাবানা আজমি করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেখানে তিনি একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আজ কোভিড-১৯ ধরা পড়ল। তাই বাসাতে আইসোলেশনে আছি।’
View this post on Instagram
তিনি আরও জানান, যে সকল মানুষ তার সংস্পর্শে এসেছিলেন তারা যেন প্রত্যেকে করোনা পরীক্ষা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুণী এই অভিনেত্রীর জন্য অনেক অভিনয়শিল্পীই সুস্থতা চেয়ে প্রার্থনার বার্তা দিয়েছেন।
ভারতীয় সর্বশ্রেষ্ঠ পদ্মশ্রী এবং পদ্মভূষণে সম্মানিত হয়েছেন তিনি। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও টুকটাক অভিনয় করে যাচ্ছিলেন। তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন করণ জোহর। শাবানা আজমি ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চন।
প্রসঙ্গত, শাবানা আজমি ৫ বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং তিনি এই বিভাগে সর্বাধিকবার বিজয়ী অভিনেত্রী।