মহাসড়কে নয় নিয়ম শৃঙ্খলা মেনে সার্ভিস লাইন দিয়ে চলবে ব্যটারী চালিত থ্রি হুইলার ও অটোরিকশা।
সড়ক দুর্ঘটনা এরাতে ব্যটারী চালিত সকল প্রকার অযান্ত্রিক যানবাহন চলাচলের নিষিদ্ধ করেছেন সরকার যার ফলে মহাসড়কে অযান্ত্রিক যানচলাচলে নেয়া হয়েছে আইনি ব্যবস্থা।
এদিকে অধিকাংশ এই থ্রি হুইলার চালকগন গরীব অসহায় যার ফলে একটা ২৬০০ টাকার মামলা খরচ অনেক ব্যয় বহুল যার ফলে তাদের সারাদিন ইনকাম যা হয় তা দিয়ে সংসার চলেনা। এদিকে আবার অটোরিকশা আটক হলেই হয় মামলা। সর্বদিক চিন্তা করে গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার আলী আহমদ খানসহ হাইওয়ে পুলিশের ফিরোজ হোসাইন ও হাইওয়ে পুলিশের একটি টিম আলোচনা করে এই সিদ্ধান্ত হয় যে, মহাসড়কের পাশে সার্ভিস লাইন চলবে থ্রি হুইলার ও অটোরিকশা।
এই বিষয়ে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার ডিগ্রি কলেজ মাঠে সকল অযান্ত্রিক যান বাহনের চালকদের সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন সালনা হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হোসাইন সহ প্রশাসনিক কর্মকর্তা ও সকল চালক বৃন্দ।