কোনোরকম কর্তন বা পরিবর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালের ‘ভাইয়ারে’ সিনেমা। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন বলে জানান পরিচালক।
বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘ভাইয়ারে’ দেখে আমি কেঁদে ফেলেছি। অভিনেতা রাসেল মিয়ার অভিনয়ে আমি কাঁদতে বাধ্য হয়েছি। এছাড়া এলিনা শাম্মি, জারা, সাখাওয়াত সাগর, বর্দা মিঠু, সিমান্ত আহমেদ, সুজন রাজাসহ সকলেই অসাধারণ অভিনয় করেছেন।
সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। অভিনয় করছেন রাসেল মিয়া, এলিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে।
আরো পড়ুন: ‘ভাইয়ারে’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সুজন রাজা
সিনেমাটির কাহিনী সংলাপ গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। সঙ্গীত পরিচালনা করেছেন প্লাবন কোরোশি।আবহ সঙ্গীত করেছেন আশিকুজ্জামান অপু। এতে গান রয়েছে তিনটি।
সিনেমাটি প্রযোজনা করেছে ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল। হসপিটালের কর্ণধার মো. ফখরুল হোসেন জানান, শীঘ্রই সিনেমাটি দেশ ও দেশের বাইরে একযোগে মুক্তি দেওয়া হবে।