ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে। বাংলাদেশি তারকাদের নিয়ে জমকালো সেই আয়োজনে প্রতিশ্রুতি দেওয়া হয়, বিশ্বজুড়ে দর্শকের কাছে বাংলাদেশি কনটেন্ট হাতের মুঠোয় পৌঁছে দেবে তারা।
তাহলে কি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ বাংলাদেশে তাদের ব্যবসা গোটাচ্ছে?
বাংলাদেশে জিফাইভের কনটেন্ট দেখভাল ও প্রযোজনা করে ‘গুড কোম্পানি’। প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন, তাঁরা জিফাইভের জন্য বর্তমানে শতাধিক পর্বের একটি ওয়েব সিরিয়ালের ২০ পর্ব পর্যন্ত নির্মাণ করেছেন। এর বাইরে নতুন আর কোনও কাজের তথ্য নেই।
জিফাইভ বাংলাদেশে ব্যবসা গোটাচ্ছে কি না, এমন প্রশ্নে কোনও মন্তব্য করতে রাজি হননি ওই কর্মকর্তা।

এ প্রসঙ্গে মন্তব্য জানতে জিফাইভের মুম্বাই অফিসে যোগাযোগ করা হলে এক ই-মেইল বার্তায় গণমাধ্যমকে জানিয়েছে, জিফাইভ বাংলাদেশে এখনও তাদের কার্যক্রম সক্রিয় রেখেছে। বাংলাদেশের দর্শকদের জন্য সেরা কনটেন্ট উপহার দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
জিফাইভ বাংলাদেশে নতুন কনটেন্ট নির্মাণ আপাতত বন্ধ। কারণ, তারা নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে নতুন করে ব্যবসা শুরু করতে চায়। এবার সেই পরিকল্পনায় যুক্ত হতে পারে ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভ। সেই সঙ্গে বাংলাদেশে টেলিভিশন চ্যানেলও খুলতে যাচ্ছে জিফাইভ।