সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম। বিভিন্ন সমালোচনার মধ্য দিয়েই আলোচনায় থাকেন তিনি কিন্তু কোন কিছু থেকে তাকে এড়িয়ে যাওয়া যায় না। তবে কারো সমালোচনায় খুব বেশি পাত্তা দেন না তিনি। নিজের মত করেই কাজ করে যান তিনি।
তার সমালোচকের পাশাপাশি ভক্তের সংখ্যাও কম নয়। সামাজিক যোগাযোগ জনপ্রিয় মাধ্যম ফেসবুকে হিরো আলমের অনুসারীর সংখ্যা বড় বড় তারকাদেরও টেক্কা দেয়।
সম্প্রতি আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন বলে ঘোষণার পর এবার চমক হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, ‘এই বছরে আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই। কাজ সম্পন্ন হয়ে আছে। কিন্তু করোনার কারণে হলে মুক্তি দিতে সাহস পাচ্ছি না। সারা দুনিয়া আবার ঘর বন্দী জীবনে চলে যাচ্ছে। আমাদের দেশে আবার বিধি নিষেধের সিদ্ধান্ত এসেছে। তাই চিন্তা করে দেখলাম কিভাবে কাজগুলো মুক্তি দেওয়া যায়। সেই ভাবনা থেকেই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। কারো কাছে যাবো না। নিজের কাজ নিজে রিলিজ দেবো। যার ইচ্ছে হবে দেখবে।’
ওটিটি প্ল্যাটফর্মের নাম এখনো ঠিক হয়নি। শিগগিরই নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমার তো বগুড়া ডিশের ব্যবসা আছে। তা থেকে আমার ভালো অভিজ্ঞতা আছে। আশা করি ওটিটির ব্যবসাও আমি ভালোভাবে চলাতে পারবো, কোনো সমস্যা হবে না। নতুন নতুন ছেলে মেয়েদের কাজের জায়গা দিতে পারবো। যা আমার কাছেও ভালো লাগবে। আশা করছি এই বছরে সবার সামনে চলে আসবে আমার ওটিটি প্ল্যাটফর্ম।’
তিনি চলচ্চিত্র শিল্পী নির্বাচন নিয়ে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের জন্য সবার কাছে ভোট চাইছি। আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসবে এই প্যানেল। আল্লাহর কাছে এই দোয়া করি। ইন্ডাস্ট্রি ও শিল্পী সমিতির বর্তমানে যে অবস্থা তাতে করে কাঞ্চন সাহেবের মতো গুণী মানুষকে শিল্পীদের অভিভাবক হিসেবে খুব দরকার। নিপুণ আপার মতো, রিয়াজ ভাইদের মতো মানুষদের দরকার।
আমি শিল্পী সমিতির সদস্য নই, তাতে কি! আমি একজন চলচ্চিত্র কর্মী হিসেবে চাই চলচ্চিত্রের শিল্পীরা বাজে লোকদের খপ্পর থেকে মুক্তি পাক। ভালোভাবে কাজ করে বেঁচে থাকুক।’