অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের লাগামও স্বাগতিক অস্ট্রেলিয়ার হাতে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংলিশ বোলারদের হতাশ করে দ্বিতীয় ইনিংসেও শতক তোলে নিয়েছেন ২৮ মাস পর দলে জায়গা পাওয়া উসমান খাজা।
প্রতিবেদন লেখার সময় অজিদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৯ রান। খাজা ১৩৪ বলে ১০ টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০১ রানে অপরাজিত আছেন খাজা। সঙ্গী ক্যমেরন গ্রিন অপরাজিত আছেন ৬৮ রানে। ১২২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়ার লিড এখন ৩৮১ রান।
এই টেস্টের প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেছেন খাজা। উল্লেখ্য, অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ২৯৪ রানে। ফলে ১২২ রানের বড় লিড পায় অজিরা।