বিনোদন

শাহরুখ-দীপিকা থেকে আমির-করিনা, দর্শকদের পছন্দের এই ৫ জুটি পর্দায় ফিরছেন ২০২২-এ

দর্শকদের একাধিক প্রিয় অনস্ক্রিন জুটিদের (Onscreen Couple) ফের একসঙ্গে কাজ করতে দেখবেন বড়পর্দায়। ঠিক যেন রি-ইউনিয়ন (Re-union)। এর আগেও এই জুটিগুলি পর্দায় নজর কেড়েছিল।

নয়াদিল্লি: ২০২২ সাল বিনোদন জগতে একাধিক নস্টালজিয়া নিয়ে আসবে বলে আশা দর্শকদের। তাঁরা তাঁদের একাধিক প্রিয় অনস্ক্রিন জুটিদের (Onscreen Couple) ফের একসঙ্গে কাজ করতে দেখবেন বড়পর্দায়। ঠিক যেন রি-ইউনিয়ন (Re-union)। এর আগেও এই জুটিগুলি পর্দায় নজর কেড়েছিল। ফলে তাঁদের আগামী ছবিগুলি নিয়েও আশা চরমে রয়েছে। এই বিখ্যাত জুটি কারা? 

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (Shah Rukh Khan and Deepika Padukone): শাহরুখ খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে মুক্তি পায় তাঁদের ছবি ‘ওম শান্তি ওম’। এরপর ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করেন তাঁরা একসঙ্গে। দর্শক তাঁদের জুটি প্রচণ্ড পছন্দ করেন। এরপর তাঁদের ফের একসঙ্গে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। এছাড়া এই ছবিতে দেখা যাবে জন আব্রাহামকেও। জন ও দীপিকা একসঙ্গে শেষ ২০১১ সালে ‘দেশি বয়েজ’ ছবিতে দেখা গিয়েছিল।

আমির খান ও করিনা কপূর খান (Aamir Khan and Kareena Kapoor Khan): ২০০৯ সালে এই জুটিকে একসঙ্গে ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। এরপর একসঙ্গে তাঁরা ‘তলাশ’ ছবিতেও কাজ করেছেন। এরপর অদ্বৈত চন্দনের পরিচালনায় ‘লাল সিং চড্ডা’ ছবিতে দেখা যাবে আমির ও করিনাকে। এটি জনপ্রিয় ইংরেজি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি।

অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর (Akshay Kumar and Bhumi Pednekar): ২০১৭ সালে মুক্তি পায় খিলাড়ি কুমার ও ভূমি পেডনেকরের ‘টয়লেট: এক প্রেম কথা’। সেই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যায়। প্রায় পাঁচ বছর পর তাঁরা একসঙ্গে কাজ করবেন আবার। আনন্দ এল রাইয়ের পরিচালনায় আগামী ছবি ‘রক্ষা বন্ধন’ ছবিতে দেখা যাবে তাঁদের।

কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন (Kartik Aaryan and Kriti Sanon): ২০১৯ সালেই একসঙ্গে কাজ করেছিলেন এই তারকা জুটি, ‘লুক্কা ছুপ্পি’ ছবিতে। এরপর ফের তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘শেহজাদা’ ছবিতে যা বিখ্যাত তামিল ছবি ‘আলা বৈকুণ্ঠপুরমলু’-র রিমেক। সম্প্রতি তাঁদের একসঙ্গে দিল্লিতে শ্যুটিং করতে দেখা যায়।

টাইগার শ্রফ ও কৃতী শ্যানন (Tiger Shroff and Kriti Sanon): ২০১৪ সালে প্রথম ‘হিরোপন্থি’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। টাইগার ও কৃতীর রসায়ন বেশ পছন্দ করেছিলেন দর্শক। এরপর তাঁদের ফের দেখা যাবে বিকাশ বহেলের ‘গণপথ’ ছবিতে। এই জুটির নাম ঘোষণার পর থেকেই উৎসাহিত দর্শক।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker