মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছে মুমিনুলবাহিনী। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪৫৮ রান।
১৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে কিউইরা। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ২ উইকেটে ৮২ রান। বাংলাদেশের চেয়ে এখনো ৪৮ রানে পিছিয়ে আছে তারা। উইল ইয়ং ৩৮ ও রস টেলর ১১ রানে ব্যাট করছেন। ১৪ রান করা অধিনায়ক টম লাথামকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ।
সাজঘরে ফিরে গেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েও। ১৩ রান করা কনওয়েকে শাদমান ইসলামের ক্যাচ বানিয়েছেন এবাদত হোসেন।
এর আগে, ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও ইয়াসির আলী রাব্বির দৃঢ়তায় ৪৫৮ রান তোলে। মিরাজ ৪৭ ও রাব্বি ২৬ রান করেন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট লাভ করেন। এ ছাড়া নিল ওয়াগনার ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নেন।