গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আয়োজনে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভা ও পৌর মেয়র মজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে প্রায় ৪৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
পৌরসভার ৪টি ভ্যালিতে ৯টি ওয়ার্ডের প্রায় ৪৫০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর খাত্তাব মোল্লা, ৭, ৮, ৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলসহ পৌরসভার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে মেয়র মজিবুর রহমান জানান, আপাতত ৪৫০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায় ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকার মাদ্রাসা ও এতিম খানাসহ সকল স্থানেই কম্বল বিতরণসহ সকল প্রকার সহযোগিতা করা হবে।