সম্প্রতি এক পার্টি করার পর করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। এরপর ২৫ ডিসেম্বর করোনা মুক্ত হওয়ার খবর দেন এ অভিনেত্রী। করোনা মুক্ত হয়েই নববর্ষের পার্টি করলেন কারিনা।
অন্যান্য বছর স্বামী সাইফ আলি খান ও সন্তানের সঙ্গে বিদেশ গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে দেখা যায় কারিনাকে। তবে সদ্য করোনা মুক্ত হওয়ায় এবার মুম্বাইয়ে পার্টি করে নতুন বছরকে স্বাগত জানালেন সাইফ-কারিনা। তবে কোনো হোটেল বা পার্টি সেন্টারে নয়, বাড়িতেই এই পার্টির আসর জমিয়েছিলেন তারা।
সাইফ-কারিনার এই পার্টিতে পরিবারের সদস্যদের বাইরে যোগ দিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে অন্যতম কুণাল খেমু ও সোহা আলি খান। সেই পার্টির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কুণাল খেমু।
এদিকে নববর্ষের পার্টির আগে (৩১ ডিসেম্বর) দ্বিতীয় সন্তান জেহ’র একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন কারিনা। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম হয় জেহ’র। কারিনার শেয়ার করা ছবিতে দেখা যায়, খেলায় মত্ত ছোট্ট জেহ খিলখিলিয়ে হাসছে। হাসির কারণেই চোখে পড়ছে সামনের দুটো দাঁত।
এই ছবির ক্যাপশনে কারিনা লেখেন, ২০২১ সালের সব থেকে সেরা উপহার ওর দুটো দাঁত। সবার নতুন বছর ভালো কাটুক।