সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
শনিবার ১ জানুয়ারি ২০২২ সকাল এগারো টায় শাহবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, সাবেক সভাপতি রোস্তম আলী বকসী, প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল হক পোদ্দার কাস্টম, সহকারী শিক্ষক ইউনুস আলী, শাহজাহান আলী মিয়া, অজিত কুমার, একরামুল হক, নারায়ণ চন্দ্র, সুজাউদ্দৌলা, হানিফ উদ্দিন, নুর ইসলাম মিয়া, তৌহিদুল ইসলাম, হাসিনা খাতুন, জোসনা বেগম, নাজমা বেগম, হেলাল উদ্দিন, খোরশেদ আলম, সকল শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।