দেশব্যাপী লালনগীতি অচিন পাখি কন্ঠরাজ প্রতিযোগিতা ২০২১ এর সেমিফাইনাল রাউন্ডে টপটেন নির্বাচিত ঘোষনা করেন দেশবরেন্য তিন বিচারক মন্ডলী।
গত ৩০ডিসেম্বর কেন্দ্রীয় সাধুসংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সাধু সম্মেলন ও লালন মেলাকে সামনে নিয়ে দেশব্যাপী লালনগীতি প্রতিযোগিতা অচিনপাখি কন্ঠরাজ প্রতিযোগিতা ২০২১ টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির আহবায়ক লিজু বাউলা এর সভাপতিত্বে শিল্পী খোকনের পরিচালনা সারাদেশ থেকে শতাধিক আবেদন পড়লে বাছাই পূর্বক ৩০জনকে সেমিফাইনাল রাউন্ডে নির্বাচিত করেন। সেই ধারাবাহিকতায় ৩০ জনের মধ্যে লাইফ পারফরম্যান্স করা হয়।
পরে বিচারক মন্ডল টপটেন ঘোষনা করেন। তারা হলেন: ১! জেসমিন আক্তার জেসি, টাঙ্গাইল। ২! হুমায়ুন সরকার, সাগরদিঘি টাঙ্গাইল। ৩! জুই বাউলা, টাঙ্গাইল। ৪! আলামিন সরকার, শেরপুর। ৫! সাধু নূর মোহাম্মদ, টাঙ্গাইল। ৬! মিরাজ ক্ষ্যাপা, মানিকগঞ্জ। ৭! আব্দুল হামিদ, কালিহাতী টাঙ্গাইল। ৮! শামীম আহম্মেদ, টাঙ্গাইল। ৯! আকলিমা আক্তার ঝুমুর, টাঙ্গাইল। ১০! শীতল বাউল, সিরাজগঞ্জ। এবং বিশেষ বিবেচনায় ১১! অধ্যম নেহাল কুষ্টিয়া ও ১২! রেহানা পারভীন, চুয়াডাঙ্গা।
এব্যাপারে দেশ বরেন্দ্র লালন গবেষক সরদার হিরক রাজা, সাধক বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলো ও বিখ্যাত লালন গভেষক রুবেল সাইদুল আলম তিনজন বিচারকের দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম জানান, ফাইনাল রাউন্ড আগামী ৬ জানুয়ারী রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে মূল মঞ্চে অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পী কলা একাডেমির কালচারাল অফিসার এরশাদ হাসান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এলিন মল্লিক, নীতিমালা কমিটির আহবায়ক বিপ্লব দত্ত পল্টন, তোফাজ্জল হোসেন তুহিন, সহ কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরিমোহন পাল ও সাধারন সম্পাদক রেজাউল করিম সম্পাদক, ঢাকা টোকাই নাট্য দলের পরিচালক সাজু মেহেদী, শাহ সিমেন্ট নির্মান তারকা বনস্পতি মজুমদার, ম্যাজিক বাউলানা পলাশ বাউল।