নিজের ক্রয়কৃত জমি জবর দখল করতে হত্যার ঘোষনা দিয়ে জমিতে নির্মাণ করা বাড়ি ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে মকবুল, আলতাফ, মোকলেছার গং এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে। এ ঘটনায় কবির হোসেন (৩৯) নামে এক ব্যাক্তি এমন অভিযোগ তুলে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগদাতা কবির হোসেন ওই ইউনিয়নের নুর ইসলামের ছেলে।
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, কবির হোসেন চন্দ্রপুর মৌজার ক্রয়কৃত ১৩.৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলো। উক্ত জমি একই এলাকার মৃত নছির উদ্দিনের পুত্র মকবুল হোসেন (৬০), আলতাফ হোসেন (৪৮), মোকলেছার (৫৬), জোর পূর্বক দখল করার পরিকল্পনা করছে। এমন খবরে ভোগদখলকৃত জমিতে গত ২৪ ডিসেম্বর বাড়ি নির্মাণ করে কবির। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা ওই বাড়ি জোর পূর্বক ভেঙে গত ২৫ ডিসেম্বর দুপুরে মকবুল, আলতাফ, মোকলেছারসহ অজ্ঞাত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে। এসময় জমির মালিক এসবের কারণ জানতে তাদের নিকট গেলে কথাকাটি এবং এক পর্যায়ে মারমারি শুরু হয়। এতে কবির ও স্থানীয় নুর ইসলামের স্ত্রী নবিয়তন আহত হয়। স্থানীয়দের অনেকেই ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে পরিস্থিতি শান্ত করে।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কবির গণমাধ্যমকে বলেন, তিনি খুবই ভয়ে আছেন। তিনি বলেন, ঘটনার দিন আসামীরা আমাকে ও এজাহারে উল্লেখিত সাক্ষী নবিয়তনকে প্রাণে মারার হুমকি দিয়েছে। জোরপূর্বক দখলকারীরা বর্তমানে আমার জমিতে ঘর নির্মাণ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।