টিভি পর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। দেশের সর্বত্রই ছড়িয়ে আছে এ তারকার ভক্ত অনুরাগীদের সংখ্যা। শুধু দেশ নয়, দেশের বাইরেও রয়েছে তার অসংখ্য অনুরাগী। প্রত্যেকেই তাদের প্রিয় এ তারকার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন প্রতি মুহূর্তে।
গতকাল ২৭ জুন ছিলো অপূর্ব’র জন্মদিন। বিশেষ এ দিনে একমাত্র ছেলে আয়াশ ও পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন অপূর্ব। এদিকে, অপূর্ব ভক্তরা গতকাল জন্মদিন উপলক্ষে বিশেষ এক আয়োজন করেছেন। দিনটি উদযাপন করেছেন পথশিশুদের সঙ্গে।
জানা যায়, উত্তরা এলাকায় প্রায় ১০০ পথশিশুদের সঙ্গে অপূর্ব’র জন্মদিন উদযাপন করেন এ নায়কের ভক্তরা। সেইসাথে তাদের মাঝে খাবার বিতরণ করেছেন। অপূর্ব ফ্যান ক্লাবের পক্ষ থেকে এ আয়োজন করেছেন মোশাররফ হোসেন, রুম্মান রশিদ , মাহিয়াত ইফরা, শারমিন শিপু, শ্রাবণ প্রমুখ।
তাদের ভাষ্য, অপূর্ব ভাইয়ার ক্ষুদ্র ভক্ত হিসেবে ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমাদের কয়েকজনের ছোট্ট এ আয়োজন। উত্তরায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছি সামর্থ্য অনুযায়ী। আমরা সবসময় চাই ভাইয়া যেন সুস্থ থাকেন সবসময় আর আমাদের ভালো ভালো কাজ উপহার দেন।
ভক্তদের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন নায়ক অপূর্ব। তিনি বলেন, আমি অনেক ভাগ্যবান যে সবাই আমাকে এত ভালোবাসে। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।