নওগাঁর ধামইরহাটে রাত পোহালেই উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় নির্বাচন কমিশন। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার এ নির্বাচনে ভোটগ্রহন কর্মকর্তা হিসেবে তাদের কে ইতিমধ্যে নিয়োগ প্রদান করা হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ধামইরহাট ইউনিয়ন ও উমার ইউনিয়নে (ইভিএম) এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বাঁকি ৬ টি ইউনিয়নের ব্যালট পেপারে ভোট গ্রহন করা হবে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ৮ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৪ শত ১৮ জন। পুরুষ ভোটার রয়েছে ৬৯ হাজার ৩ শত ১ জন। নারী ভোটার সংখ্যা ৬৯ হাজার ১ শত ১৭ জন। ৭২ টি সেন্টারে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।