কালিয়াকৈরে একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মৌচাকের বরাবর এলাকার সফিকুল ইসলামের জুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুক্রবার দুপুর আড়াই টার দিকে জুটের গোডাউনে প্যাকেজিং রুম থেকে আগুনের সূত্র পাত পরে মূহুর্তেই আগুনের লেলিহান শিখা সারা গোডাউনে ছরিয়ে পরলে স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ২:৩০ ঘন্টার চেষ্টায় বিকাল ৫ দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কতৃপক্ষের দাবী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ তম্বা সিংহ জানান, দুপুর আড়াই টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তদন্ত করে তার কারণ জানা যাবে।