গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন মেট্রো এলাকার ২নং ওয়ার্ডের লোহাকৌর মাজার রোড, বড়চালা নামক এলাকায় নব নির্মানাধীন আঞ্চলিক সড়কের কাজ শেষ হলেও এখনো সরিয়ে নেয়া হয়নি সড়কের মাঝে থাকা বৈদ্যুতিক লাইনের খুঁটি। এক সময়ের সরু রাস্তা গুলি গাজীপুর সিটি করপোরেশন হওয়ার পরে সড়ক গুলি প্রসস্থ করার কারনে অনেক গুলি বৈদ্যুতিক লাইনের খুঁটি গুলু সড়কের মাঝখানে থাকায় প্রায় সময় ঘটছে নানা দূর্ঘটনা। কাশিমপুর থানাধীন লৌহাকুর মাজার রোডে বড় চালা এলাকায় সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক খুঁটি তারসাথে আছে খুটি শক্তিশালী করার জন্য লম্বা তারের টানা আর এই দুটি সড়কের মাঝখানে থাকায় অনেক সময় ঘটছে দূর্ঘটনা।
এসব এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে বরচালা, মাধবপুর, সহ কবিরপুর রোড ও কাশিমপুর থানা রোডে সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে একাধিক বৈদ্যুতিক খুটি। সড়কের নির্মান কাজ শেষ হলেও সরিয়ে নেয়া হয়নি সেই খুঁটি গুলো। যারফলে সড়কে চলাচলরত ব্যটারী চালিত অটোরিকশা, থ্রি হুইলার ও সিএনজিসহ মোটরসাইকেল চলাচলে প্রায় দূর্ঘটনা ঘটে। এদিকে এলাকাবাসীর অভিযোগ একাধিক বার কতৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করলেও বিষয় টি আমলে নেয়নি পল্লী বিদ্যুতায়ন কতৃপক্ষ।
বড়চালা এলাকার আব্দুল মান্নান জানান, কয়েকজন আগেও অতিরিক্ত কুয়াশার কারণে বৈদুতিক খুটির সাথে একটি যাত্রী বুঝাই ইজিবাইক ধাক্কা খেলে ঘটনাস্থলে চালকসহ তিনজন আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসীরা তাদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেয়।
গত শুকবার বিকেলে এক মোটরসাইকেল চালক অন্য একটি অটোরিকশা কে অতিক্রম করতে গিয়ে খুটির তারের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক ভাবে আহত হয়। এ বিষয়ে গাজীপুর কোনাবাড়ি পল্লিবিদুৎ অফিসের কন্ট্রোল রুম সহকারী ইমরান হোসেন জানান, খুঁটি সরানোর কাজে টেন্ডার হয়েছে অচিরেই বৈদ্যুতিক খুটি সম্প্রসারনের কাজ শুরু হবে।