লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার অভিযোগে দীনবন্ধু নামে এক যুবককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের বিদ্রোহী (বর্তমান নৌকার চেয়ারম্যান) প্রার্থী মহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, ভাই মনছুর হেলাল, মহিউদ্দিন কুদরত ও সমর্থকদের বিরুদ্ধে।
এ সময় দীনবন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে আনোয়ার হোসেন নামে অপর নৌকার কর্মীকেও মারধর করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাহিন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কিন্তু পরবর্তী সময়ে অদৃশ্য কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ।
আহত ওই দুই কর্মী বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন। বুধবার দুপুরে ভুক্তভোগী দীনবন্ধু বাদী হয়ে শাহিনকে প্রধান আসামি করে ১১ জনের নাম এবং অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে বুধবার সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মহির উদ্দিন। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।
আহত দীনবন্ধু বলেন, ‘আমি নৌকার পক্ষে কাজ করছি। আর তাই মহির চেয়ারম্যানের ছেলে, ভাই ও সমর্থকরা আমাকে মারধর করেছেন। নৌকার পক্ষে কাজ করাই কি আমার অপরাধ? আমি থানায় অভিযোগ দিয়েছি। এর সঠিক বিচার চাই।’
ভেলাগুড়ি ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মহির উদ্দিন (বর্তমান চেয়ারম্যান) বলেন, আমার ভাই, ছেলে ও সমর্থকরা কারো ওপর হামলা করেনি। পূর্বশত্রুতার জেরে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে।