আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ৭১ এর মুক্তি যুদ্ধে নিহত শহীদ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশের ন্যায় কালিয়াকৈরে ব্যপক উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা্থীরা নানা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে।
এসময় পুষ্পস্তবক করেছেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, কালিয়াকৈর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে। এদিকে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আ’লীগেরর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের নেতৃত্বে সকালে ১১ টার একটি বিজয় শোভাযাত্রা বাহির হয়। পরে শোভাযাত্রাটি উপজেলার লতিফপুর এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়ক পদক্ষিন করে কালিয়াকৈর আন্তঃজেলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
পরে বিকালে সারাদেশ ব্যপি ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল কে শপথ বাক্য পাঠ করান। এতে কালিয়াকৈর থেকে বাংলাদেশ আলীগের কালিয়াকৈর উপজেলা আ,লীগ পৌর আ’লীগ, মহিলা আ’লীগ, সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্ব স্তরের জনসাধারণ এতে অংশ গ্রহণ করেন।