গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্র লীগ নেতা নিহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) রাতে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছাত্র লীগ নেতা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিউরি এলাকার মো: সোহেল সরকারের ছেলে সাইদুল ইসলাম সৌরভ (১৮)।
গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান জানান, কালীগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে মিরেরবাজার যাচ্ছিলেন সাইদুর রহমান সৌরভ। এক পর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে তিনি পূবাইল কলেজ গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটর সাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমান সৌরভ মারা যায়। সৌরভ কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের উপ-প্রচার সম্পাদক এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।