বিনোদন

‘লেগুনা চালক’ ফারহান হঠাৎ করে আলোচনায়

আলোচিত হয়েছিলেন সর্বশেষ মাবরুর রশিদ বান্নাহর নাটক সুইপারম্যানে অভিনয় করে। তাঁর ত্যাগ এ দেশের নাট্য দর্শকদের ভাবিয়েছিল। প্রায় পাঁচ মাস পর ফের আলোচনায় এলেন মুশফিক আর ফারহান। হয়ে এলেন লেগুনা ড্রাইভার। আর লেগুনা ড্রাইভারের আসনে বসেই আলোচনায়।

এই আজব শহরের ছোট-বড় সড়কে প্রায়ই চোখে পড়ে ভাড়ায় চালিত লেগুনা। কিন্তু আমরা কয়জনই বা জানি এই লেগুনা ড্রাইভারদের জীবনগল্প।

মাহিনের পরিচালনায় ‘পাগল তোর জন্য’ নাটকে একজন লেগুনা ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। তার সঙ্গে গার্মেন্টকর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

ঘটনাচক্রে জমে ওঠে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টস কর্মীর প্রেম কাহিনি। কিন্তু এর মাঝেই ঘটে অন্য রকম ঘটনা। নিরেট প্রেমের সেই ঘটনার শেষটা হৃদয়স্পর্শী!

৮ ডিসেম্বর প্রকাশিত এ নাটকটি প্রচারের পর দর্শকের বেশ প্রশংসা পাচ্ছে। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে উন্মুক্ত হওয়া নাটকটি দুদিনে প্রায় ২০ লাখ দর্শক দেখেছে। শুধু বাংলাদেশ নয়, নাটকটির কলকাতার দর্শকরাও প্রশংসা করছে। সেটা অবশ্যই কমেন্ট বক্সে দেখা যাচ্ছে।

‘পাগল তোর জন্য’ নাটক থেকে অন্য রকম সাড়া পাচ্ছেন ফারহান। লেগুনা ড্রাইভারের চরিত্র ও তার অভিনয়ে দর্শক যেন একটু বেশিই প্রশংসা করছে! নাটকটি যারা দেখেছেন, নাটকের শেষ দৃশ্যে এসে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই ফারহানের অভিনয় দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি।

এ ব্যাপারে ফারহান বলেন, নাটকটির গল্পটা অনেক পুরনো, তবে এ রকম গল্পে আগেও অনেক ছবি, নাটক, শর্টফিল্ম বানানো হয়েছে। কিন্তু `পাগল তোর জন্য’ নাটকটি পুরনো গল্পের রূপ দেওয়া হয়েছে।

এই নাটকের জন্য আমি নিজেকে নতুনভাবে তৈরি করেছি। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে  শুটিংয়ের বাইরেও আমি একা একা  বিভিন্ন জায়গায় গিয়েছি, যেখানে লেগুনা ড্রাইভাররা থাকে। লেগুনা চালানো সহজ কাজ নয়। শুটিংয়ের আগে কয়েক দিন অনুশীলন করেছি। অনেক সময় লেগুনার ব্রেক ঠিক থাকে না। বুঝে-শুনে ড্রাইভ করতে হয়েছে।

ফারহান আরো বলেন, অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে কাজটি করে দর্শকদের রেসপন্স পাচ্ছি। তবে এখন মনে হচ্ছে, পরিশ্রম সার্থক।  এ ধরনের চরিত্র করতে পেরে আমি সত্যি দারুণ তৃপ্তি খুঁজে পেয়েছি।

সবশেষে ফারহান ভবিষতে আরো অভিনয় উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন। আর সেই সঙ্গে দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker