গাজীপুর মহানগরের কোনাবাড়ি মেট্রো থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আমবাগ এলাকায় হালিম মিয়ার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনে ৬টি ঝুটের গুদামসহ পাশে থাকা একটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জন্য কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানায়,দুপুর দুইটায় খবর পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে পরে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।