আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও।’
১৯৫০ সাল থেকে প্রতি বছর বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি পালন করে ১৯৪৮ সাল থেকে। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে এক যুগে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস উপজেলার সফিপুর বাজার এলাকায় ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের আয়োজনে শোভাযাত্রা ও দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে ১০০ কম্বল বিতরণ সহ সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টারস্ ফাউন্ডেশনের গাজীপুর জেলা শাখার আয়োজনে শোভাযাত্রা ও দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণে অংশ নেন অত্র সংগঠনে জেলা সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মাহমুদ সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ। এসময় শোভাযাত্রা টি সফিপুর বাজার থেকে শুরু হয়ে আনসার একাডেমির তিন নাম্বার গেইট এলাকায় এসে শোভাযাত্রা টি শেষ হয়।পরে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে দিবসটির সকল কার্যক্রম শেষ হয়।