আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহীন আলম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ৯ জনের ফাঁসি ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আদেশ দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর দায়রাজজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন এই রায় ঘোষণা করেন।
নিহত শাহীন আলম রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্যানেল মেয়র- ১ ও ২নং ওয়ার্ডের রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ শে আগষ্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হয় তিনি। শাহীন আলম রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় মামলা করেন।
এ মামলায় সিটি কর্পোরেশন এর ততকালীন ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুনসুর রহমান সহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলার রায় ঘোষণা করার দিন ঠিক হলেও দফায় দফায় পেছানো হয়।