গ্যাস সিলিন্ডার ব্রাষ্ট হয়ে একটি টিনসেট বাড়ির ৩ কক্ষ পুরে ছাই হয়ে গিয়েছে। বুধবার রাতে ৮.৩০ মিনিটের দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সদরচালা এলাকার হালিম মোল্লার বাসার টিনসেট বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার মৌচাক সদরচালা এলাকার হালিম মোল্লার বাসার ভাড়াটিয়া মুরসালিনের রুম থেকে গ্যাস সিলিন্ডারের পাইপ লিগেজ হয়ে আগুন ধরে যায়। পরে মূহুর্তে আগুনের লেলিহান শিখা পায়ের আরো দুটি কক্ষে ছরিয়ে পরলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে মহাসড়কে যানজটের কারনে রাত ১০ টার দিকে ঘটনা স্থলে পৌঁছে। এদিকে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্থ পরিবারদের দাবি তাদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ঘটনায় কাশিমপুর মেট্রো থানাধীন ডিবিএল ফায়ার সার্ভিসের ইনচার্জ মিরাজুল ইসলাম জানান খবর পেয়ে আমরা আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে থাকার কারনে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে আর খবর দেয়া হয়নি।