তিন মাস পেড়িয়ে গেলেও অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি ভড়াডোবা হাইওয়ে পুলিশ।
গত ২৪ শে সেপ্টেম্বর আনুমানিক রাত ১২ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ১০নং হবিরবাড়ি ইউনিয়নের নাসির গ্লাস ফ্যাক্টরির ইউটানের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে অজ্ঞাতনামা একজন পুরুষ (৪০) পথচারীকে চাপা দেয় এবং ঘটনা স্থলেই মৃত্যু হয়।
এ সময় নিহত ব্যক্তির পরনে ছিলো সাদাকালো চেক শার্ট ও চেক লুঙ্গি। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে ময়মনসিংহ সিটি করপোরেশনের কবরস্থানে লাশটির দাফন করেন। এই দূর্ঘটনার বিষয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং ৪৪, ২৬/০৯/২০২১) এদিকে আইনি প্রক্রিয়ার কারণে তিন মাস পেড়িয়ে গেলেও লাশটির পরিচয় সনাক্ত না হওয়ায় বিপাকে পড়েছে পুলিশ।
এই অজ্ঞাত মৃত ব্যক্তির ছবি দেখে যদি কেউ তাহার পরিচয় সনাক্ত করতে পারেন, তাহলে ভরাডোবা হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা করেন ভরাডোবা হাইওয়ে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক সাকিব খান জানান সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশের পরিচয় এখনো মেলেনি। তবে তার পরিচয় সনাক্ত করতে এখনো চেষ্টা চলছে।