টাঙ্গাইলে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত শেখ (৩২) রংপুরের বদরগঞ্জের পালিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ন্যাশনাল ট্রাভেলসের ঢাকাগামী বাসের সাথে ওয়ালটনের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। আর কাভার্ড ভ্যানটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক মারা যান।