টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন সাবেক দুই চেয়ারম্যান। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
উৎসবমুখর পরিবেশে দুই চেয়ারম্যান প্রার্থী বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অলি গলি, চায়ের দোকান ও বাসা বাড়িতে গিয়ে ভোট চাইছেন। কেউ উন্নয়নের কথা বলে চলমান কাজকে এগিয়ে নিতে ভোট প্রার্থনা করছেন। আবার কেউ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন ও আধুনিক বাসযোগ্য মডেল ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। আবার কেউ ইউনিয়নের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের কথা বলছেন।
জনগণের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বলেন তার সময়ে ইউনিয়নের দৃশ্যমান ব্যাপক উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, এতিমখানা রাস্তাঘাটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক।
তিনি আরো বলেন বলেন, বিগত সময়ে জনগণের সুখে-দুখে সবসময় পাশে থেকে সেবা করেছি। ১৯৭১ সালে নিজের জীবনের মায়া ত্যাগ করে, দেশের মানুষের জন্য একটি স্বাধীন বাংলা উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টায় একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হত দরিদ্র মানুষের উন্নয়নে নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছেন।
আরো বলেন, সমাজ সেবা, রাজস্ব আদায়, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন মানদন্ডে টাঙ্গাইল কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তৃণমূল ও জনগণের কাছে ব্যাপক ভালোবাসা পেয়েছি, তাই দূর্গাপুর ইউনিয়নবাসীর প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবার চেয়ারম্যান হতে পারলে বিনামূল্যে ইউনিয়ন পরিষদের সকল সেবা চলমান থাকবে। আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আবারো জনগনের ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।