গাজীপুর মহানগরের কোনাবাড়ি কামরাঙিচালা এলাকায় নিউ লাইন লিমিটেড নামক তৈরি পোষাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
সোমবার (২২ নভেম্বর) মহানগরীর কোনাবাড়ি কামরাঙা চালা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সন্ধ্যা ৭ টা থেকে ওই আন্দোলন চলছে।এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ফলে যাত্রীরা পরেছে চরম দূর্ভোগে।
ঐ কারখানার শ্রমিকরা জানান, গত দুইমাস যাবৎ কোন বেতন দেয়না কারখানা কতৃপক্ষ। আমরা বেতন চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় নেয়। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি। বেতনের আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ওই প্রতিষ্ঠানের শ্রমিক সোহেল বলেন, প্রতিমাসেই বেতন দেওয়ার সময় এমন ঝামেলা করে। গত দুই মাস যাবৎ বেতন পাচ্ছি না।আমাদের সংসার চলছে না বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য তাগিদে দিচ্ছে অপরদিকে বাকী দোকানদাররা পাওনা টাকা পরিশোধ করতে না পারায় আর বাকী দিচ্ছে না।
এ সময় কারখানার কোন কতৃপক্ষকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ বিষয়ে কারখানা কতৃপক্ষকে বার বার ফোন করেও পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রশাসন।
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর গোলাম ফারুক জানান, ১ ঘন্টা যাবৎ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করছি।