ঘটনাটি ঘটে ২৬ অক্টোবর কিশোরগঞ্জের কাটাখালী এলাকায়। কে বা কাহারা আব্দুল মান্নানের গ্যারেজের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় মৃত নিজাম উদ্দিনের পুত্র সাইফুল ইসলামের (৪১) একটি অটো মিশুক। চুরি যাওয়া অটো মিশুকটি ফিরে পাবার আশায় সাইফুল ইসলাম ২৯ অক্টোবর র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পাবার পর শুরু হয় র্যাবের গোয়েন্দা নজরদারি। সদর উপজেলার যশোদল এলাকায় শনিবার (২০ নভেম্বর) বিকেলে অটো মিশুক’সহ ধরা পড়ে শাহিন ওরফে শাকিল (২২)। চোর চক্রের সদস্য শাহিন কাটাখালী এলাকার মোঃ আঃ সালামের পুত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, দুই তিন জন মিলে গত ২৬ অক্টোবর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে আব্দুল মান্নানের গ্যারেজের তালা ভেঙ্গে অটো মিশুকটি চুরি করে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার বিএনএম শোভন খান জানান, আসামীদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল অভিযান পরিচালনা করে শাহিনকে চুরি হয়ে যাওয়া অটো মিশুক’সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।