সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজর আয়োজনে শুরু হয়েছে ৩দিন ব্যপি আইডিয়া বই মেলা।
বুধবার সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান পৃষ্ঠপোষকতায় তিন দিন ব্যাপী শুরু হয়েছে আইডিয়াল বই মেলা। অত্র প্রতিষ্ঠানের কলেজ প্রাঙ্গণে এই বই মেলায় ১০ টি স্টল অংশগ্রহণ করছেন। এতে দেশি লেখকের ১০ হাজার বইয়ের কালেকশন করেছে মেলা কতৃপক্ষ। এই বই মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মেলা চলবে সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ২০২০ সালে প্রথম বই মেলা করাহয়।এই ধারাবাহিকতায় প্রতি বছর বই মেলা হবে।