প্রায় ৭ বছর পর, অপেক্ষার পালা অবসান ঘটিয়ে অবশেষে ১৪ই অক্টোবর, কালিয়াকৈরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যেই ব্যাপক প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা।
এদিকে গত ২০১১ সালের পৌরসভা নির্বাচনে বিএনপি জামায়াত দলের মেয়র প্রার্থী ক্ষমতায় আসার পর ২০১৬ সালে মেয়াদ শেষ হলেও পৌরসভার সিমানা নির্ধারণের কারনে আইনি জটিলতা দেখিয়ে টানা ৮ বছর যাবত অবৈধ ভাবে পৌরসভার দায়িত্ব পালন করছেন, এমন অভিযোগ উঠেছে পৌরসভা বাসীর জনমতে।
এদিকে নানা দূর্নীতি অনিয়মের যেন শেষ নেই। পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। যথেষ্ট পরিমানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালকা ভারী বর্ষনে পৌর এলাকার প্রায় জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পরে। প্রায় স্থানেই ডাস্টবিন না থাকায় ময়লা আবর্জনার বাগারে পরিনত হয়েছে।
এদিকে পৌরসভায় যেসব নাগরিক সুবিধা থাকার কথা; নেই তার বিন্দুমাত্র। সড়ক গুলিতে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হলেই যেন ভূতুড়ে পরিবেশ বিরাজ করে। হয়ে যায় মাদক সেবীদের অবয়ারণ্য। চুরি, ছিনতাইসহ ঘটে নানা দূর্ঘটনা। দীর্ঘদিন যাবত নির্বাচন না হওয়ায় পৌরবাসীর ভোটারধীকার, নাগরিক অধিকার সুবিধা বঞ্চিত হয়েছে বলে মনে করছেন জন সাধারণ।
এরই মধ্যে নানা জল্পনা কল্পনা শেষে ২৮ নভেম্বর, পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। আওয়ামীগের ১ প্রার্থী দলীয় নমিনেশন পাওয়ার পর পৌর মেয়র পদে স্বতন্ত্রসহ মোট ৮জন মনোনয়ন জমা দিয়েছেন। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন।
এদিকে বুধবার সন্ধ্যায়, পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আ’লীগের ত্যাগী নেতা ও পৌর আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম তুষারের ছোট ভাই, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌর এলাকার বোর্ডমিল এলাকায় নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন।
কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মোস্তফা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড: আকম মোজাম্মেল হক এমপি নির্দেশে, পৌরসভার এই অবহেলিত ৮ নং ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ডে পরিনত করতে, জনগন যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই ওয়ার্ডকে আধুনিক ডিজিটাল ওয়ার্ডে পরিণত করবো। এ সময় তিনি ৮নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।