গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার জননী মৎস্য খামারের পুকুর থেকে অজ্ঞাত (৩৮) নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার লতিফপুর জননী মৎস্য খামারের এক পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় নিহত ব্যক্তির পরনে ছিলো এ্যাস কালারের টি শার্ট ও চেক লুঙ্গি, মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন, নিহত ব্যক্তিকে মাঝে মাঝে অটোরিকশা চালাতে ও মাছ বিক্রি করতে দেখেছেন। তবে কেও নাম পরিচয় বলতে পারেনি।
এ ঘটনায় কালিয়াকৈর থানা ইনচার্জ তদন্ত আবদুল বাশার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো পরিচয় সনাক্ত হয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন।