আবহাওয়া ও জলবায়ু
বৃষ্টি ঝরতে পারে শনিবার পর্যন্ত: ঘূর্ণিঝড় ‘মোন্থার’ প্রভাবে দেশে বাড়ছে বৃষ্টিপাত
আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে, উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা; দিনে ও রাতে তাপমাত্রা কমতে পারে
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার (১ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এর তীব্রতা ক্রমান্বয়ে বাড়বে।
বৃষ্টিপাতের গতিপথ ও পূর্বাভাস
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, নিম্নচাপটি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হবে, কিন্তু পরে পূর্বদিকে ঘুরে বাংলাদেশের কাছাকাছি আসায় দেশে বৃষ্টি বাড়বে।
- বৃহস্পতিবার: রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বেশি বৃষ্টি হবে। ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।
- শুক্রবার ও শনিবার: উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির ব্যাপ্তি ও তীব্রতা আরও বাড়বে, ঢাকায়ও বৃষ্টিপাত বাড়তে পারে।
বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
সর্বশেষ বৃষ্টিপাত রেকর্ড
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ১৭টি পর্যবেক্ষণাগারে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক বৃষ্টি রেকর্ড করা হয়: সাতক্ষীরায় (২৪ মিলিমিটার), ময়মনসিংহে (২১ মিলিমিটার) এবং যশোরে (১৫ মিলিমিটার)।