যৌনপল্লীতে তরুণীকে বিক্রির অভিযোগে মানবপাচারকারী গ্রেফতার
মাদকের পর এবার মানবপাচারের অভিযোগ। মাদারীপুরে এক তরুণীকে মালয়েশিয়ার যৌনপল্লীতে বিক্রির অভিযোগে সবুজ মৃধা (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মানবপাচার, ধর্ষণ এবং বিস্ফোরকসহ মোট ১০টি মামলা রয়েছে।
মাদারীপুরে এক নারীকে পাচার করে মালয়েশিয়ার যৌনপল্লীতে বিক্রি করে দেয়ার অভিযোগে সবুজ মৃধা (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে অবৈধ পথে মানবপাচার ও ধর্ষণসহ ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সবুজ মৃধা কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। বুধবার রাতে র্যাব-৪ এর সহযোগিতায় কালকিনি থানা পুলিশ ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা।
মামলা সূত্রে জানা গেছে, সবুজ মৃধাসহ বেশ কয়েকজন মিলে মালয়েশিয়া হয়ে বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে অসহায় পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এবং ওই চক্রের মূলহোতা মো. সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের এক নারীকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। পরে ওই নারী দেশে ফিরে এসে সবুজের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছিলেন।
মামলার বাদি ওই নারী বলেন, আমাকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন সবুজ মৃধা। আমি তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি বলেন, আটককৃত সবুজের বিরুদ্ধে মানবপাচার, ধর্ষণসহ মোট ১০টি মামলা রয়েছে। আমরা বাকি আসামীদেরকেও গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।